Akash

আকাশকে জিজ্ঞেস করি, তোমায় রাঙায় কে?
কার হাতের ছোঁয়াতে মেঘ জেগে ওঠে?
নীল-সাদার খেলাতে আমি হারিয়ে যাই
জীবনের কষ্টের মাঝে কি সুখ খুঁজে পাই!

চাই না আমি সোনার চামচ আমারই মুখে
চাই না আমি অসীম খ্যাতি আমার জগতে
আকাশের এই শূন্যতায় কতো কি আছে!
এক নিঃশ্বাসে মিশে যাই আকাশের সাথে

প্রায় ইচ্ছে করে আমার, রাতের বেলাতে
ঘাসের মেঝেতে শুয়ে তারাদের দেখতে
সারা বিশ্ব হয়ে যায় আমার নিজের ঘর
খোলা আকাশের নিচে সবাই যাযাবর

চাই না আমি সোনার চামচ আমারই মুখে
চাই না আমি অসীম খ্যাতি আমার জগতে
আকাশের এই শূন্যতায় কতো কি আছে!
এক নিঃশ্বাসে মিশে যাই আকাশের সাথে
যাই!

চাই না আমি সোনার চামচ আমারই মুখে
চাই না আমি অসীম খ্যাতি আমার জগতে
আকাশের এই শূন্যতায় কতো কি আছে!
এক নিঃশ্বাসে মিশে যাই আকাশের সাথে

চাই না আমি সোনার চামচ আমারই মুখে
চাই না আমি অসীম খ্যাতি আমার জগতে
আকাশের এই শূন্যতায় কতো কি আছে!
এক নিঃশ্বাসে মিশে যাই আকাশের সাথে

আকাশের সাথে...



Credits
Writer(s): Arafat Kazi, Farhan Samad, Imran Aziz, Shakib Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link