Pakhire Tui

পাখি রে তুই দূরে থাকলে
কিছুই আমার ভালো লাগে না
পাখি রে তুই দূরে থাকলে
কিছুই আমার ভালো লাগে না
পাখি রে তুই

পাখি রে তুই কাছে থাকলে
গানের সুরে পরান দোলে
হৃদয় নাচে সুরের তালে
পাখি রে তুই কাছে থাকলে
গানের সুরে পরান দোলে
হৃদয় নাচে সুরের তালে

মনে মনে তোমায় ডাকি
সারা বেলা সেকি জানো না
পাখি রে তুই দূরে থাকলে
কিছুই আমার ভালো লাগে না
পাখি রে তুই

যদি কোন দিন আমার পাখি
আমায় ফেলে উড়ে চলে যায়
একা একা রব নিরালায়
যদি কোন দিন আমার পাখি
আমায় ফেলে উড়ে চলে যায়
একা একা রব নিরালায়

পাখি রে তুই কবে আমার
আপন হবি তাতো জানি না

পাখি রে তুই দূরে থাকলে
কিছুই আমার ভালো লাগে না
পাখি রে তুই দূরে থাকলে
কিছুই আমার ভালো লাগে না
পাখি রে তুই



Credits
Writer(s): Amir Ali, Rafi Alam, Mu Rayhan
Lyrics powered by www.musixmatch.com

Link