Moner Kotha Bol

(মনের কথা বল)
(মনের কথা বল)
(মনের কথা বল)
(মনের কথা বল)

যেভাবে ধীরে ধীরে বেড়ে চলেছে মনে ভালোবাসা
সেখানে তোকে ছাড়া চায় না কিছু মন, চাইছে তোর ইশারা
যেভাবে ধীরে ধীরে বেড়ে চলেছে মনে ভালোবাসা
সেখানে তোকে ছাড়া চায় না কিছু মন, চাইছে তোর ইশারা

ভালোবাসা কাকে বলে বুঝিনি আমি আগে
এলোমেলো সবকিছু কেন যে ভালো লাগে

রে আজ তুই মনের কথা বল
শুনি, তোর মনের কথা বল
রে আজ তুই মনের কথা বল
শুনি, তোর মনের কথা বল

মনের কথা বল
শুনি, তোর মনের কথা বল
রে আজ তুই মনের কথা বল
শুনি, তোর মনের কথা বল

তোর চোখে চোখ রেখে আমি যে প্রেমে পড়ে গেলাম
নেশা নেশা দু'চোখে কত কী স্বপ্ন দেখে নিলাম
তোর চোখে চোখ রেখে আমি যে প্রেমে পড়ে গেলাম
নেশা নেশা দু'চোখে কত কী স্বপ্ন দেখে নিলাম

ভালোবাসা কাকে বলে বুঝিনি আমি আগে
এলোমেলো সবকিছু কেন যে ভালো লাগে

রে আজ তুই মনের কথা বল
শুনি, তোর মনের কথা বল
রে আজ তুই মনের কথা বল
শুনি, তোর মনের কথা বল

রে আজ তুই মনের কথা বল
শুনি, তোর মনের কথা বল
রে আজ তুই মনের কথা বল
শুনি, তোর মনের কথা বল

(মনের কথা বল)
(মনের কথা বল)
(মনের কথা বল)
(শুনি, তোর মনের কথা বল)

ও, বেপরোয়া এ ভালোবাসা যে কোনো বাধ মানে না
গা ভাসিয়েছি আজকে তোর স্রোতে, আর কিছু বুঝি না
বেপরোয়া এ ভালোবাসা যে কোনো বাধ মানে না
গা ভাসিয়েছি আজকে তোর স্রোতে, আর কিছু বুঝি না

ভালোবাসা কাকে বলে বুঝিনি আমি আগে
এলোমেলো সবকিছু কেন যে ভালো লাগে

রে আজ তুই মনের কথা বল
শুনি, তোর মনের কথা বল
রে আজ তুই মনের কথা বল
শুনি, তোর মনের কথা বল

রে আজ তুই মনের কথা বল
শুনি, তোর মনের কথা বল
রে আজ তুই মনের কথা বল
শুনি, তোর মনের কথা বল

(মনের কথা বল)
(মনের কথা বল)
(মনের কথা বল)
(শুনি, তোর মনের কথা বল)



Credits
Writer(s): Dolaan Mainnakk
Lyrics powered by www.musixmatch.com

Link