Nai Ba Dako Roibo Tomar Dware

নাই বা ডাকো রইব তোমার দ্বারে
মুখ ফিরালে ফিরব না এইবারে
নাই বা ডাকো রইব তোমার দ্বারে

বসব তোমার পথের ধুলার 'পরে
এড়িয়ে আমায় চলবে কেমন করে?
বসব তোমার পথের ধুলার 'পরে
এড়িয়ে আমায় চলবে কেমন করে?

তোমার তরে যে জন গাঁথে মালা
তোমার তরে যে জন গাঁথে মালা
গানের কুসুম জুগিয়ে দেব তারে

নাই বা ডাকো রইব তোমার দ্বারে
মুখ ফিরালে ফিরব না এইবারে
নাই বা ডাকো রইব তোমার দ্বারে

রইব তোমার ফসল-খেতের কাছে
যেথায় তোমার পায়ের চিহ্ন আছে
রইব তোমার ফসল-খেতের কাছে
যেথায় তোমার পায়ের চিহ্ন আছে

জেগে রব গভীর উপবাসে
অন্ন তোমার আপনি যেথায় আসে
জেগে রব গভীর-
জেগে রব গভীর উপবাসে
অন্ন তোমার আপনি যেথায় আসে

যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জ্বাল
যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জ্বাল
সেথায় রব-
বসে রব সেথায় অন্ধকারে

নাই বা ডাকো রইব তোমার দ্বারে
মুখ ফিরালে ফিরব না এইবারে
নাই বা ডাকো রইব তোমার দ্বারে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link