Ore Jhor Neme Aay

ওরে ঝড় নেমে আয়
আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে
ওরে ঝড় নেমে আয়
এই বরষায় নবশ্যামের আগমনের কালে
ওরে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে
ওরে ঝড় নেমে আয়

যা উদাসীন, যা প্রাণহীন, যা আনন্দহারা
চরম রাতের অশ্রুধারায়
আজ হয়ে যাক সারা
অশ্রুধারায়...
যাবার যাহা যাক সে চলে রুদ্র নাচের তালে
ওরে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে

ওরে ঝড় নেমে আয়

আসন আমার পাততে হবে রিক্ত প্রাণের ঘরে
নবীন বসন পরতে হবে সিক্ত বুকের 'পরে
নবীন বসন...
নদীর জলে বান ডেকেছে কূল গেল তার ভেসে
যূথীবনের গন্ধবাণী ছুটল নিরুদ্দেশে
গন্ধবাণী...
পরান আমার জাগল বুঝি মরণ-অন্তরালে

ওরে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে
ওরে ঝড় নেমে আয়
আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে
ওরে ঝড় নেমে আয়



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link