Ami Jare Chaire

আমি যারে চাই রে
সে থাকে মোরই অন্তরে
আমি-

আমি যারে চাই রে
সে থাকে মোরই অন্তরে
আমি যারে চাই রে
সে থাকে মোরই অন্তরে

আমি তারে পেয়েও হারাই রে
আমি তারে পেয়েও হারাই রে
আমি তারে পেয়েও হারাই রে
আমি তারে পেয়েও হারাই রে

এই আছে এই নাই
অন্তরে নিয়েছে ঠাঁই
বিরাজ করে সে এ ভুবনে
(বলো)
এই আছে এই নাই
অন্তরে নিয়েছে ঠাঁই
বিরাজ করে সে এ ভুবনে

আমি তারে পেয়েও হারাই রে
আমি তারে পেয়েও হারাই রে
আমি তারে পেয়েও হারাই রে
আমি তারে পেয়েও হারাই রে

ভক্তিতে মুক্তি
জানি এ সত্যি
বাসনা পূর্ণ হবে সাধনায়
ভক্তিতে মুক্তি
জানি এ সত্যি
বাসনা পূর্ণ হবে সাধনায়

আমি তারে পেয়েও হারাই রে
আমি তারে পেয়েও হারাই রে
আমি তারে পেয়েও হারাই রে
আমি তারে পেয়েও হারাই রে

আমি যারে চাই রে
সে থাকে মোরই অন্তরে
আমি যারে চাই রে
সে থাকে মোরই অন্তরে

আমি তারে পেয়েও হারাই রে
আমি তারে পেয়েও হারাই রে
(Repeat করো)



Credits
Writer(s): Azam Khan
Lyrics powered by www.musixmatch.com

Link