Paro Tumi Sobi Paro

পারো তুমি সবই পারো
মরারে জীবনী গড়ো
পারো তুমি সবই পারো
মরারে জীবনী গড়ো

দেহীফারুক ভিজে গেছি
তোরী জোছনায় গো
দেহীফারুক ভিজে গেছি
তোরী জোছনায়

পারো তুমি সবই পারো
মরারে জীবনী গড়ো
পারো তুমি সবই পারো
মরারে জীবনী গড়ো

দেহীফারুক ভিজে গেছি
তোরী জোছনায় গো
দেহীফারুক ভিজে গেছি
তোরী জোছনায়

কাহারে বিজাতির বলো
ফলাফলে দেখা যাবো
কাহারে বিজাতির বলো
ফলাফলে দেখা যাবো

নিকটে পড়িবে ধরা
নিকটে পড়িবে ধরা
বিজাতির গোঁসাই গো
নিকটে পড়িবে ধরা
বিজাতির গোঁসাই

দেহীফারুক ভিজে গেছি
তোরী জোছনায় গো
দেহীফারুক ভিজে গেছি
তোরী জোছনায়

বাহারে নিয়তির আলো
ঝকে মকে আভা পেলো
বাহারে নিয়তির আলো
ঝকে মকে আভা পেলো

অচীরে লাগিবে শুভা
অচীরে লাগিবে শুভা
মানব যেথায় গো
অচীরে লাগিবে শুভা
মানব যেথায়

দেহীফারুক ভিজে গেছি
তোরী জোছনায় গো
দেহীফারুক ভিজে গেছি
তোরী জোছনায়

আহারে পিঞ্জিরা ছিলো
চলা চলে জানা হলো
আহারে পিঞ্জিরা ছিলো
চলা চলে জানা হলো

প্রাণ পাখি থাকে বাধা
প্রাণ পাখি থাকে বাধা
খাছলতি সেথায় গো
প্রাণ পাখি থাকে বাধা
খাছলতি সেথায়

দেহীফারুক ভিজে গেছি
তোরী জোছনায় গো
দেহীফারুক ভিজে গেছি
তোরী জোছনায়

পারো তুমি সবই পারো
মরারে জীবনী গড়ো
পারো তুমি সবই পারো
মরারে জীবনী গড়ো

দেহীফারুক ভিজে গেছি
তোরী জোছনায় গো
দেহীফারুক ভিজে গেছি
তোরী জোছনায়



Credits
Writer(s): Dehi Faruk
Lyrics powered by www.musixmatch.com

Link