Momer Putul

মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়
মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়
বিহবল-চঞ্চল-পায়, বিহবল-চঞ্চল-পায়
সাহারা মরুর পারে, খর্জুর-বীথির ধারে
বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে

উড়িয়ে ওড়না লু হাওয়ায় পরী নটিনী নেচে যায়
উড়িয়ে ওড়না লু হাওয়ায় পরী নটিনী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর, দুলে দুলে দূরে সুদূর

মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়
মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়
বিহবল-চঞ্চল-পায়, বিহবল-চঞ্চল-পায়

সুর্মা-পরা আঁখি হানে আসমানে
জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে
সুর্মা-পরা আঁখি হানে আসমানে
জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে

ঢেউ তুলে নীল দরিয়ায় দিল-দরদী নেচে যায়
ঢেউ তুলে নীল দরিয়ায় দিল-দরদী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর, দুলে দুলে দূরে সুদূর

মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়
মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়
বিহবল-চঞ্চল-পায়, বিহবল-চঞ্চল-পায়
সাহারা মরুর পারে, খর্জুর-বীথির ধারে
বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে

উড়িয়ে ওড়না লু হাওয়ায় পরী নটিনী নেচে যায়
উড়িয়ে ওড়না লু হাওয়ায় পরী নটিনী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর, দুলে দুলে দূরে সুদূর

মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়
মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়



Credits
Writer(s): Kazi Nazrul Islam, Dilip Kumar Roy
Lyrics powered by www.musixmatch.com

Link