Nodir Kule Darai Eka

পরাণ আমার নিলিরে, কেমনে দেখাই বন্ধুরে
পরাণ আমার নিলিরে, কেমনে দেখাই বন্ধুরে

নদীর কূলে দাড়াই একা
নদীর কূলে দাড়াই একা, গাথি প্রেম মালারে
নদীর কূলে দাড়াই একা, গাথি প্রেম মালারে

যতনে গড়া এ সংসার, ভ্রান্তে বিদ্যাপীঠ তার
যতনে গড়া এ সংসার, ভ্রান্তে বিদ্যাপীঠ তার

এক নিমিষে দেখা দিয়া
এক নিমিষে দেখা দিয়া, বাড়াইলি প্রেম জালারে
বাড়াইলি প্রেম জালারে

নদীর কূলে দাড়াই একা, গাথি প্রেম মালারে
নদীর কূলে দাড়াই একা, গাথি প্রেম মালারে

লাগলো সাড়া আশারী বুকে, জাতি হারা হলাম বটে
লাগলো সাড়া আশারী বুকে, জাতি হারা হলাম বটে

কলংকেরী মালা গলে
কলংকেরী মালা গলে, তবু পরম পাওয়ারে
তবু পরম পাওয়ারে

নদীর কূলে দাড়াই একা, গাথি প্রেম মালারে
নদীর কূলে দাড়াই একা, গাথি প্রেম মালারে

দেহীফারুক তোর আশেকী, জগত মাঝে কানাকানি
দেহীফারুক তোর আশেকী, জগত মাঝে কানাকানি

এরি তোটে চলে বইয়া
এরি তোটে চলে বইয়া, প্রেম রুপালি ধারারে
প্রেম রুপালি ধারারে

নদীর কূলে দাড়াই একা, গাথি প্রেম মালারে
নদীর কূলে দাড়াই একা, গাথি প্রেম মালারে

পরাণ আমার নিলিরে, কেমনে দেখাই বন্ধুরে
পরাণ আমার নিলিরে, কেমনে দেখাই বন্ধুরে

নদীর কূলে দাড়াই একা
নদীর কূলে দাড়াই একা, গাথি প্রেম মালারে
নদীর কূলে দাড়াই একা, গাথি প্রেম মালারে



Credits
Writer(s): Dehi Faruk
Lyrics powered by www.musixmatch.com

Link