Tomay Kichhu Debo

তোমায় কিছু দেব বলে
চায় যে আমার মন
তোমায় কিছু দেব বলে
চায় যে আমার মন
নাই-বা তোমার থাকল প্রয়োজন
তোমায় কিছু দেব বলে
চায় যে আমার মন
তোমায় কিছু দেব বলে
চায় যে আমার মন

যখন তোমার পেলেম দেখা
অন্ধকারে একা একা
ফিরতেছিলে বিজন গভীর বন
ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে
নাই-বা তোমার থাকল প্রয়োজন

তোমায় কিছু দেব বলে
চায় যে আমার মন
তোমায় কিছু দেব বলে
চায় যে আমার মন

দেখেছিলেম হাটের লোকে তোমারে দেয় গালি
গায়ে তোমার ছড়ায় ধুলাবালি
অপমানের পথের মাঝে
তোমার বীণা নিত্য বাজে
আপন-সুরে-আপনি-নিমগন
ইচ্ছা ছিল বরণমালা পরাই তোমার গলে
নাই-বা তোমার থাকল প্রয়োজন

তোমায় কিছু দেব বলে
চায় যে আমার মন
তোমায় কিছু দেব বলে
চায় যে আমার মন

দলে দলে আসে লোকে
রচে তোমার স্তব
নানা ভাষায় নানান কলরব
ভিক্ষা লাগি তোমার দ্বারে
আঘাত করে বারে বারে
কত-যে শাপ, কত-যে ক্রন্দন
ইচ্ছা ছিল বিনা পণে আপনাকে দিই পায়ে
নাই-বা তোমার থাকল প্রয়োজন

তোমায় কিছু দেব বলে
চায় যে আমার মন
তোমায় কিছু দেব বলে
চায় যে আমার মন



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link