Bodhu Kon Alo Laglo

বঁধু, কোন আলো লাগল চোখে
বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে
বঁধু, কোন আলো লাগল চোখে

বঁধু, কোন আলো লাগল চোখে
বঁধু, কোন আলো লাগল চোখে
বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে
বঁধু, কোন আলো লাগল চোখে
বঁধু, কোন আলো লাগল চোখে
ছিল মন তোমারি প্রতীক্ষা করি
যুগে যুগে দিন রাত্রি ধরি
ছিল মর্মবেদনাঘন অন্ধকারে
জন্ম-জনম গেল বিরহশোকে

বঁধু, কোন আলো লাগল চোখে
বঁধু, কোন আলো লাগল চোখে

অস্ফুটমঞ্জরী কুঞ্জবনে
সংগীতশূন্য বিষণ্ন মনে
সঙ্গীরিক্ত চিরদুঃখরাতি
পোহাব কি নির্জনে শয়ন পাতি
সুন্দর হে, সুন্দর হে
বরমাল্যখানি তব আনো বহে
তুমি আনো বহে
অবগুণ্ঠনছায়া ঘুচায়ে দিয়ে
হেরো লজ্জিত স্মিতমুখ শুভ আলোকে

অস্ফুটমঞ্জরী কুঞ্জবনে
সংগীতশূন্য বিষণ্ন মনে
অস্ফুটমঞ্জরী কুঞ্জবনে
সংগীতশূন্য বিষণ্ন মনে

সঙ্গীরিক্ত চিরদুঃখরাতি
পোহাব কি নির্জনে শয়ন পাতি
সুন্দর হে, সুন্দর হে
বরমাল্যখানি তব আনো বহে
তুমি আনো বহে
অবগুণ্ঠনছায়া ঘুচায়ে দিয়ে
অবগুণ্ঠনছায়া ঘুচায়ে দিয়ে
হেরো লজ্জিত স্মিতমুখ শুভ আলোকে

বঁধু, কোন আলো লাগল চোখে
বঁধু, কোন আলো লাগল চোখে

বঁধু, কোন আলো লাগল চোখে
বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে
বঁধু, কোন আলো লাগল চোখে



Credits
Writer(s): Rabindranath Tagore, Srabani Sen
Lyrics powered by www.musixmatch.com

Link