Nana Nati (নানা নাতি) (feat. Marzuk Russel)

হালার, এইডা কোন কালার!
স্পার্কি, স্পার্কি
দুনিয়াতে দেহার, বাকি রইছে আরকি?
কুত্তার নাম রাখছে স্পার্কি
সাধের ঘর কাইট্টা বানাইয়ালামু লার্কি
ওর মায়েরে বাপ, টার্কি

নাতি, আরকি?
স্লাম-ওয়ালাইকুম নানা, মালডা কইলাম নাগিন
অতিরিক্ত আগে গেলেই খাইয়া লাইবো বাঘে
শুকরিয়া কইরো নাতি, আল্লায়ে যেমন রাখে
কেউ থাকে ফাঁকে, আবার কেউ থাকে ঝাঁকে
এই যুগটার নাম "সুযোগ" নানা, লওয়ার চিন্তায় থাকে
কোকিলের সুর নকল কইরা কাউয়ায়ে দেহি ডাকে
নিমকহারাম ভুইলা যায়গা কি আছিল আগে
কী আছিল আগে, এহন হাই-কমোডে হাগে
আগের দিন নাইরে নাতি, খাবলা-খাবলা কইরা খাবি
পাটক্ষেতে কতরকম খেলা খেলছে তুমগো জাতি
ছোট্টবেলার খেলার সাথী, মিল্লা খেলতাম জোলাপাতি
দিনডি ছিল ফাটাফাটি, তোগো মতো হাতরা-হাতড়ি!
বয়স কিন্তু হইছে নানা, ধানাই-ফানাই বাদ দেন
আদর করেন, ভালো কথা, কোন জায়গায় হাত দেন!
যেই জামানা আইয়া পরছে, নাতি-নাতকুর গার্ড দেন
ফাচুকি কথাবার্তা দোহাই লাগে বাদ দেন
লজ্জা-সরম ছিল আগে, মানুষ ছিল পর্দাশীল
এখন পুরা অশ্লীল, কাপড় লাগায় লাল-নীল
যতো বেশি ঘোমটা মাল, ততো বেশী পংকটা
দুই চোখ'দা যা দেখি সব ঝাকানাকা-ঝিলমিল
বদনী লইয়া ক্ষেতে, যাইতেনগা শ্যেতে
এহন একটা গেদা পানি খাইয়া পাঁচটা খেতা মোতে
স্বার্থ শেষ, হোগার পিছে লাত্থি মাইরা ফোটে
বর্তমানের কোর্টে নানা, বিচার চলে নোটে
বাবায় দেখতাম নামাজ পইড়া ভোরে যাইতো ক্ষেতে
আমরাও মক্তবে যাইতাম, খেলতে যাইতাম মাঠে
মাইলের পর মাইল হাইট্টা যাইতাম গঞ্জের হাটে
ব্যাগ ভইরা বাজার কইরা ফিরতাম বাবার সাথে
আপনারাই তো ভালো ছিলেন, আমরা পড়ছি বাটে
পোলাপাইনের duty, কোন চিপায় আছে beauty
পাঠের বেলায় PubG খেলায়, টুষ্কির লগে chatএ
পড়ালেখা ঠনঠনাঠন, পার্কে যায় dateএ
পড়তে যায়, না মরতে যায়, লয় নায়ক-নাইকার part
চিপায়-চাপায় রেস্টুরেন্ট আর VIP ফ্ল্যাট
এই শহরে খেলাধুলার নাইগা কোনো মাঠ
বাচ্চা লইয়া মসজিদ গেলে বুইড়ারা দেয় ঘাট
যা খাইতাম খাটি জিনিস, কেউ যাইতোনা ভেজালে
আগের মানুষ সরল ছিলো, থাকতো না কেউ ক্যাচালে
নাস্তা খাইলে চলেন নানা, লইয়া যাইগা হোটেলে
কি করতাছে নাতিবউ! ওঠে নাইগা সকালে?
ঘুম থেইকা উঠতে-উঠতে সর্বনিম্ন ১২টা
হোটেলে যাইয়া খামু সবজি দিয়া পরোটা
কারে কেমনে টুপি দিয়া নিজের বেলায় বড়টা
কি করতাছে সালমায়?
আপনেগো সালমায়, সুখ পাইয়া ভুইলা গেছে
আল্লার নাম, তাই ঘুমায়
ব্লেন্ডারে মসলা বাটবো, তাও দেহি ঝিমায়
সুখে থাকতে ভূতে কিলায়, পেতনী আইসা চুমায়
নাইচ্চা-নাইচ্চা TikTok করে, হিন্দী গানও শুনায়
আমগো সকল মা-খালারা সাধ-সকালে উঠতো
হাঁস-মুরগী, গরু-ছাগল, কতো কিছু পালতো
ঘর-দুয়ার পরিষ্কার কইরা ধান নিরাইয়া রাখত
পুকুরঘাটে গোছল করতো, কল চাইপ্পা পানি লইতো
পাডা-পুতায় মসলা বাটত, লাকড়ির চুলায় খাবার রানতো
আঙুল চাইট্টা খাইতাম নাতি, খাবার কতো স্বাদ লাগদো
ওই যামানা ভুইলা যানগা এই আমলে থাকতে
যামু একটু হাগদে, ওনেও কয়, "ভাগ দে"
কাঁচা থাকতে পাইরালায় ফল, গাছে দেয়না পাকতে
আমানতের খেয়ানত হয় যার কাছে দেই রাখতে
থাকতে, দেইখা যাও, কাগো করি care
দেখতে, মাশাআল্লাহ, আহসান হাবীব পেয়ার
মাছ-মাংস, দুধ-ডিম, যা খাইতাম সব দেশী
হায়াত পাইছেন গাজী-হায়াত, আমগো থেইক্কা বেশী
Chemical খাইয়া ভর্তি medical দেশী
Farm খাইয়া আরাম খুঁজি, রোগ-বালাইও বেশী
Messiর মত মাঠে খেইল্লা বুকরে জিতা ঢুক
আমরা সাবান-স্নো-পাউডার মাইখা সাইজা থাকি ভূত
খারাপ মানুষ ঘরে নানা, ভালো মাইনসের পুত
চারিদিকে ভইরা গেছে হালাল-হারাম সুদ
পাইছি খালি internet, mobile আর বিদ্যুৎ
প্রযুক্তি কাইরা নিয়া গেছে আমগো সুখ
আল্লাহ হাফেজ নানা, মালডা নিলাম আগে
তয় অতিরিক্ত আগে গেলেই খাইয়া লাইবো বাঘে
শুকরিয়া কইরো নাতি, আল্লায়ে যেমন রাখে
কেউ থাকে ফাঁকে, আবার কেউ থাকে ঝাঁকে
এই যুগটার নাম "সুযোগ" নানা, লওয়ার চিন্তায় থাকে
কোকিলের সুর নকল কইরা কাউয়ায়ে দেহি ডাকে
নিমকহারাম ভুইলা যায়গা কি আছিল আগে
কী আছিল আগে, এহন হাই-কমোডে হাগে
(নিমকহারাম ভুইলা যায়গা কি আছিল আগে
কী আছিল আগে, এহন হাই-কমোডে হাগে)



Credits
Writer(s): Aly Hasan, Shochi Shams
Lyrics powered by www.musixmatch.com

Link