Byatha Lage

একা মাঝ রাতে জোছনা আঘাতে ব্যথা লাগে
তুই কত দূরে ভূতে আঁচড়ায় একা ঘরে
ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে
একা মাঝ রাতে জোছনা আঘাতে ব্যথা লাগে
তুই কত দূরে ভূতে আঁচড়ায় একা ঘরে
ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে

পাশের বালিশে তোর মুখ ছিলো সেই চাঁদের কণাটি
আজ একা রাতে নিশি ডাকে চারপায়ে হাঁটি!
পাশের বালিশে তোর মুখ ছিলো সেই চাঁদের কণাটি
আজ একা রাতে নিশি ডাকে চারপায়ে হাঁটি!

ভয়ের স্বপ্ন পিঠে চড়ে, ভূতে আঁচড়ায় একা ঘরে
ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে
ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে

একা মাঝরাতে জোছনা আঘাতে ব্যথা লাগে
তুই কত দূরে ভূতে আঁচড়ায় একা ঘরে
ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে

একাকী জোনাকী উড়ে উড়ে জ্বলে নীল আলো
সেও কি আমার মতো
চাঁদের জোনাক পোকা বেসেছিলো ভালো?
একাকী জোনাকী উড়ে উড়ে জ্বলে নীল আলো
সেও কি আমার মতো
চাঁদের জোনাক পোকা বেসেছিলো ভালো?

ভালোবেসে উড়ে জ্বলে মরে
ভূতে আঁচড়ায় একা ঘরে
ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে
ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে

একা মাঝ রাতে জোছনা আঘাতে ব্যথা লাগে
তুই কত দূরে ভূতে আঁচড়ায় একা ঘরে
ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে
উফ
ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে
ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে
ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে



Credits
Writer(s): Upal Sengupta
Lyrics powered by www.musixmatch.com

Link