Mon Bhanga Aaina

ও মন কাঁদেরে, কাঁদেরে, কাঁদেরে
স্মৃতি মোছে না
ও মন কাঁদেরে, কাঁদেরে, কাঁদেরে
স্মৃতি মোছে না

না রাখা কিছু কথা
সময়ের ঝরা পাতা
দিয়ে যায় শুধু ব্যথা এই বুকে
থেমে যাওয়া সেই গানে
জমে থাকা অভিমানে
বৃষ্টি থামে না দু'চোখে

ও মন কাঁদেরে, কাঁদেরে, কাঁদেরে
স্মৃতি মোছে না
ও মন কাঁদেরে, কাঁদেরে, কাঁদেরে
স্মৃতি মোছে না

আয় না মন ভাঙ্গা আয়না
যায় না ব্যথা ভোলা যায় না
সয় না এই ব্যথা যে, সয় না

আয় না মন ভাঙ্গা আয়না
যায় না ব্যথা ভোলা যায় না
সয় না এই ব্যথা যে, সয় না



Credits
Writer(s): Jeet Gannguli, Nayeem Hossain Tanjir
Lyrics powered by www.musixmatch.com

Link