Tumi Sajiye Nio (feat. Rojoni Biswas)

আমায় তুমি সাজিয়ে নিও
তোমার মনের মতো করে
আমায় তুমি সাজিয়ে নিও
তোমার মনের মতো করে

ঐ ধুধু বালুচরের উপর
ঐ ধুধু বালুচরের উপর
হৈ হৈ মরিচীকা উড়ে
হৈ হৈ মরিচীকা উড়ে

আমায় তুমি সাজিয়ে নিও
তোমার মনের মতো করে
আমায় তুমি সাজিয়ে নিও
তোমার মনের মতো করে

আকাশ ছোয়া স্বপ্ন গুলি
ফিরে এসে হইরে গালি
আকাশ ছোয়া স্বপ্ন গুলি
ফিরে এসে হইরে গালি

বাইরে ঘোরার ছিলো কি তোর
বাইরে ঘোরার ছিলো কি তোর
বাইরে ঘোরার ছিলো কি তোর
শেষে বেলা গেল গড়ে
শেষে বেলা গেল গড়ে

আমায় তুমি সাজিয়ে নিও
তোমার মনের মতো করে
আমায় তুমি সাজিয়ে নিও
তোমার মনের মতো করে

পরের ভাষা পরের বুলী
যেদিন গেছে অবহেলী
পরের ভাষা পরের বুলী
যেদিন গেছে অবহেলী

চিনতে এসে এই আপনার
চিনতে এসে এই আপনার
চিনতে এসে এই আপনার
ভেসে গেলে কত দুরে
ভেসে গেলে কত দুরে

আমায় তুমি সাজিয়ে নিও
তোমার মনের মতো করে
আমায় তুমি সাজিয়ে নিও
তোমার মনের মতো করে

কান্না হাসি এ খেদ ছাড়ি
দেহীফারুক ভাসা তরী
কান্না হাসি এ খেদ ছাড়ি
দেহীফারুক ভাসা তরী

দেখলে নিজে দেখা হই মোর
দেখলে নিজে দেখা হই মোর
দেখলে নিজে দেখা হই মোর
মিশে রবে তনু মনে
মিশে রবে তনু মনে

আমায় তুমি সাজিয়ে নিও
তোমার মনের মতো করে
আমায় তুমি সাজিয়ে নিও
তোমার মনের মতো করে

ঐ ধুধু বালুচরের উপর
ঐ ধুধু বালুচরের উপর
হৈ হৈ মরিচীকা উড়ে
হৈ হৈ মরিচীকা উড়ে

আমায় তুমি সাজিয়ে নিও
তোমার মনের মতো করে
আমায় তুমি সাজিয়ে নিও
তোমার মনের মতো করে

আমায় তুমি সাজিয়ে নিও
তোমার মনের মতো করে
আমায় তুমি সাজিয়ে নিও
তোমার মনের মতো করে



Credits
Writer(s): Dehi Faruk
Lyrics powered by www.musixmatch.com

Link