Rather Mela

রথের মেলা বসেছে আবার
সবার মুখে হাসির ঝিলিক
পথের ধারে রঙীন দোকান
গানের সুরে মন্ত্রমুগ্ধ

মাটির পুতুল চুড়ির বাজার
বুনো ফুলের গন্ধ
বাজনা আর মানুষের ভীড়
আনন্দের এখানে দ্বার

রথ টানে রথ যাত্রায়
আয় হাসি খুশির হাত
জীবনের এই রঙীন মেলা
হৃদয়কে করে আশীর্বাদ

দেখ দর্শন মন ভরে
মন্দিরের ঘণ্টার সুর
রথের রশি হাতে নিয়ে
থাকবো সাথে সারা দিন

কালকে রাত ছুটছে খেলার মাঠে
মেলায় মেতে উঠে
সারাক্ষণ হাসি-ঠাট্টা
মনের দোলায় দুলছে পটে

রথ টানে রথ যাত্রায়
আয় হাসি খুশির হাত
জীবনের এই রঙীন মেলা
হৃদয়কে করে আশীর্বাদ



Credits
Writer(s): Raj Karmakar
Lyrics powered by www.musixmatch.com

Link