Lal Paharir Deshe Jaa (From "Lal Paharir Deshe Jaa")

লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা
লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা
ইতাক তোকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে

লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা
লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা
ইতাক তোকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে

লাল পাহাড়ির দেশে যাবি
লাল পাহাড়ির দেশে যাবি
হাঁড়ি আর মাদল পাবি
লাল পাহাড়ির দেশে যাবি
হাঁড়ি আর মাদল পাবি
মেয়ে মরদের আদর পাবি রে
ও নাগর, বলি ও নাগর
ইক্কেবারে মানাইছে না রে (SRK SuMon)

নদীর ধারে শিমুলের ফুল
নদীর ধারে শিমুলের ফুল
নানা পাখির বাসা রে
নানা পাখির বাসা

সকালে ফুটিবে ফুল
সকালে ফুটিবে ফুল
মনে ছিলো আশা রে, এমন ছিলো আশা

তুই ভালোবেসে গেলি চলে
তুই ভালোবেসে গেলি চলে
কেমন বাপের ব্যাটা রে তুই
কেমন বাপের ব্যাটা

লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা
লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা
ইতাক তোকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে



Credits
Writer(s): Dabbu
Lyrics powered by www.musixmatch.com

Link