Kolpona

ক্যানো জানি শুধু কল্পনাতে
আসে যায়, ভেসে যায়
তোর কথা খালি দিনে রাতে
ছেয়ে যায়, ছুঁয়ে যায়
কোন আবদারে
এসে যায়, কাছে চায়
বলো, কোন দরকারে?
তোকে খুঁজে নিতে চায়
ক্যানো জানি শুধু কল্পনাতে
আসে যায়, ভেসে যায়

ক্যানো জানি শব্দেরা দিনে রাতে
তোর কথাগুলোকে নিয়ে ছন্দ হয়ে
কাড়ে ঘুম, সুখ, গেছি আমি নিঃস্ব হয়ে
দিতে পারো তুমি আমাকে ঠিক করে
অজানা ভাষার এই আল্পনা
দিনেরাতে ঘুরছে কত কল্পনা
আমি স্পর্শকাতর খুঁজি উষ্ণতা
আর শীতল রাতে তোর আদ্রতা
বলো, কোন আবদারে
ক্যানো সারাক্ষণ আমার মনে?
বলো, কোন দরকারে?
স্বপ্ন বুনি আমি তোমায় নিয়ে?
আকাশের নিলে আমি উড়তে চাই, তোর
সাথে আমি ডানা মেলে ভাসতে চাই
কতকিছু কতভাবে ঘটতে পারে, যদি
অধিকার দাও তুমি দরকারে

ক্যানো জানি শুধু কল্পনাতে
আসে যায়, ভেসে যায়
তোর কথা খালি দিনে রাতে
ছেয়ে যায়, ছুঁয়ে যায়
কোন আবদারে
এসে যায়, কাছে চায়
বলো, কোন দরকারে?
তোকে খুঁজে নিতে চায়
ক্যানো জানি শুধু কল্পনাতে
আসে যায়, ভেসে যায়

আমারও একই দশা, মুখে নেই কোনো ভাষা
এটাকে কি ভালোবাসা বলে?
তবে আমি বলব না, আগে থেকে এগোব না
বুঝে নিও চোখ দুটো দেখে
এই ভেবে কাটে সারাদিন
কল্পনা আসে প্রতিদিন
অভাবে কাটে, স্বভাবে বাঁধে, তোর
ছোঁয়া ছাড়া আর কতদিন?
বলো, কোন আবদারে?
এমন কেনো তোকে ভাবে?
বলো, কোন দরকারে?
দিনগুলো একা একা লাগে?
তোকে ছাড়া রাতগুলো ভীষণ খালি
আনমনে জেগে থাকে মনটা, হয়তো
জানিনা কি হবে তুই কাছে এলে
তোর নিঃশ্বাসে সব থেমে যাবে

ক্যানো জানি শুধু কল্পনাতে
আসে যায়, ভেসে যায়
তোর কথা খালি দিনে রাতে
ছেয়ে যায়, ছুঁয়ে যায়
কোন আবদারে
এসে যায়, কাছে চায়
বলো, কোন দরকারে?
তোকে খুঁজে নিতে চায়
ক্যানো জানি শুধু কল্পনাতে
আসে যায়, ভেসে যায়



Credits
Writer(s): Dhi Harmony
Lyrics powered by www.musixmatch.com

Link