Bahudin Byarthadin

আমি কথাদের বলি, "তুমি চুপ হও দেয়ালের কানে"
আমি স্বপ্নকে বলি, "আকাশ ছোঁয়ার হয় না মানে"
আমি কথাদের বলি, "তুমি চুপ হও দেয়ালের কানে"
আমি স্বপ্নকে বলি, "আকাশ ছোঁয়ার হয় না মানে"

তবু মন অকারণ তোমায় চায় প্রতিদিন
জলের আয়নায় আকাশ দূর চিরদিন

আমি কথাদের বলি, "তুমি চুপ হও দেয়ালের কানে"
আমি স্বপ্নকে বলি, "আকাশ ছোঁয়ার হয় না মানে"

মন খারাপের দিনে সূর্য আমায় টানে
আমি যখন জ্বলি দাউদাউ আগুনেতে
মন খারাপের দিনে সূর্য আমায় টানে
আমি যখন জ্বলি দাউ দাউ আগুনেতে

তুমি চলে গেলে বৃষ্টিটুকু নিয়ে
হয় না কাছে আসা আমাদের কোনোদিন

আমি কথাদের বলি, "তুমি চুপ হও দেয়ালের কানে"
আমি স্বপ্নকে বলি, "আকাশ ছোঁয়ার হয় না মানে"

হে বৃক্ষ, রংধনু, মোম-জোছনার ফুলকি
তাকে ভালোবাসা আমার ছিল ভুল কি?
হে বৃক্ষ, রংধনু, মোম-জোছনার ফুলকি
তাকে ভালোবাসা আমার ছিল ভুল কি?

তার প্রেমের প্রবালে না ছুঁতেই মন কাটে
স্বপ্নহীন বহু দিন, যায় কত ব্যর্থ দিন

আমি কথাদের বলি, "তুমি চুপ হও দেয়ালের কানে"
আমি স্বপ্নকে বলি, "আকাশ ছোঁয়ার হয় না মানে"

তবু মন অকারণ তোমায় চায় প্রতিদিন
জলের আয়নায় আকাশ দূর চিরদিন

আমি কথাদের বলি, "তুমি চুপ চুপ হও দেয়ালের কানে"
আমি স্বপ্নকে বলি, "আকাশ ছোঁয়ার হয় না মানে"



Credits
Writer(s): Amit Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link