Shironam

স্বাধীন আমরা মুখেই বলি
আবরার তবে কেন বলী?

স্বাধীন আমরা মুখেই বলি
আবরার তবে কেন বলী?
পত্রের শিরোনাম সাগর রুনি
মনুষত্ব কোথায়?
বললেই কথা, বন্দুক হামলা
মৃত অভিজিৎ কই বিচার
সাঈদ শহীদ যৌক্তিকতায়
শিক্ষা কি মস্তিষ্কেই রয়?

অশ্রু কবে, দাবানল হয়ে, করবে মুক্ত প্রাচীর থেকে।
নিরব আসন মূর্খের চিহ্ন, অন্ধের দৃষ্টি ফেল ভেঙে।
অশ্রু কবে, দাবানল হয়ে, করবে মুক্ত প্রাচীর থেকে।
নিরব আসন মূর্খের চিহ্ন, অন্ধের দৃষ্টি ফেল ভেঙে।

তনু শুয়ে নীরবে
ক্ষান্ত হয় নি ওরা ধর্ষণে
সড়ক আজ নেই নিরাপদে
অন্ধ সমাজ ঘুমায়।
প্রতিরোধ তো নুসরাত গড়ে
রেহাই পায়নি, দগ্ধ অনলে
কাঁটাতারে ফেলানি ঝুলে
বিচারহীন বর্বরতা।

অশ্রু কবে, দাবানল হয়ে, করবে মুক্ত প্রাচীর থেকে।
নিরব আসন মূর্খের চিহ্ন, অন্ধের দৃষ্টি ফেল ভেঙে।
অশ্রু কবে, দাবানল হয়ে, করবে মুক্ত প্রাচীর থেকে।
নিরব আসন মূর্খের চিহ্ন, অন্ধের দৃষ্টি ফেল ভেঙে।



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link