Astagfirullah

ভুল কিছু করে বল-আস্তাগফিরুল্লাহ
মাফি চাও আর বল-আস্তাগফিরুল্লাহ
সকল সময়ে বল-আস্তাগফিরুল্লাহ

শুরুতে সব কাজে বল-বিসমিল্লাহ
ভালো কিছু শুনে বল-সুবহানাল্লাহ
শুকুর আদায়ে বল-আলহামদুলিল্লাহ

খাওয়ার শুরুতে বল-বিসমিল্লাহ
ভালো কিছু দেখে বল-মাশাআল্লাহ
খাওয়ার শেষে বল-আলহামদুলিল্লাহ

পড়ার শুরুতে বলো-বিসমিল্লাহ
জ্ঞান বাড়াতে বল-রাব্বি জিদনি ইলমা
হাঁচি এলে বলো-আলহামদুলিল্লাহ

কারো সাথে দেখা হলে-সালাম জানাই
বিদায়েতে-ফি আমানিল্লাহ, জানাই
কৃতজ্ঞতাতে-জাযাকাল্লাহ, জানাই

হাঁচির উত্তরে-ইয়ারহামুকাল্লাহ
বিপদ আপদে-লা ইলাহা ইল্লাল্লাহ
দুঃসংবাদে বলো-ইন্নালিল্লাহ



Credits
Writer(s): Muhammad Saifullah
Lyrics powered by www.musixmatch.com

Link