Bodlatey Hobey

এই শহর ছায়াঘেরা
আঁধারে আলোছায়ার
মায়াবিনী ভয়েতে স্নাত
রাত্রির অন্ধকারে যেখানে তারা হাঁটে, মুক্তির খোঁজে

প্রতিটা পদক্ষেপ যেন অদৃশ্য ঠিকানা
চোখের পলকে হারিয়ে যায়, ভয়াল দুঃস্বপ্নের বেদনা

নিরাপত্তা যেন মরীচিকা
অশ্রু আর চিৎকারের প্রতিধ্বনি
ভাঙার সময় এসেছে
এই নষ্টের শিকল, এই ভয়াবহ খাঁচা

তবু স্বপ্নেরা ডাকে, সেই ফাঁকা মাঠে
যেখানে রোদ ঝলসানো গায়ে বৃষ্টি নামে
আজও খুঁজি সেই সকালে
যেখানে তিলোত্তমা হাঁটবে মুক্তির পথে
গানের তালে স্বপ্ন বুনি
এই পৃথিবীটা বদলাতে হবে
আগুন জ্বালো, নীরবতার গর্ভে
আলো ঝরে পড়ুক আঁধারির পথে

এই শহর যেন কোনো কালো ছায়া
পায়ে পায়ে, জড়িয়ে থেকে যায়
এই থেমে যায় এই মিশে যায়
এক শীতল থমথমে হাওয়া

এবার তুমি স্বাধীনতার গান, মুক্তির তালে, শোনো
এই শহরের প্রতিটি রাস্তায় জ্বলবে একদিন আলো

তবু স্বপ্নেরা ডাকে, সেই ফাঁকা মাঠে
যেখানে রোদ ঝলসানো গায়ে বৃষ্টি নামে
আজও খুঁজি সেই সকালে
যেখানে তিলোত্তমা হাঁটবে মুক্তির পথে
গানের তালে স্বপ্ন বুনি
এই পৃথিবীটা বদলাতে হবে
আগুন জ্বালো, নীরবতার গর্ভে
আলো ঝরে পড়ুক আঁধারির পথে

We Want Justice
We Want Justice
We Want Justice
We Want Justice



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link