Biroti

তুলে অন্ধকারের গান
জোনাকিরা আনে তৃষ্ণার সন্ধান
তুলে অন্ধকারের গান
জোনাকিরা আনে তৃষ্ণার সন্ধান
হাজারো জমা চিঠির শোরগোলে
নিশ্চুপ কথারা ইতি টানে
যেন ডুবে সপ্নজলে
ক্ষতগুলো ভাসছে আমায় ঘিরে
রাতের ঘুমের মহা ঔষধ
আমার এই কষ্ট যেনো পরিচিত চাদর
তবে আমি এই ছায়াগল্প ছেড়ে
উড়ে যেতে সূর্য পানে
নিরুদ্দেশ যদি থাকি বেশ
তাতে কী-ই বা যায়-আসে?

যদি একটু সময় নেই, সময় নেই, সময় নেই
যদি একটু সময় নেই, সময় নেই, সময় নেই
যদি একটু সময় নেই, সময় নেই, সময় নেই
যদি একটু সময় নেই (সময়)
সময় নেই (সময়), সময় নেই
যদি একটু সময় নেই (সময়)
সময় নেই (সময়), সময় নেই
যদি একটু সময় নেই (সময়)
সময় নেই (সময়), সময় নেই

দেয়ালে আমি জানালা এঁকেছি অগনিত সকাল
পথে পথে স্বপ্ন হেঁটেছি শতক্রোশ
হিসাবের বদলে যত্ন লিখে নিও
কঠিন এই জীবনযুদ্ধে শক্তি খুঁজে নিও
হায়, পাই নি যা অতীতে, গিয়েছে যা কিছু হারিয়ে
তা খারাপ নয় যদি স্বীকার করে বাঁচি শান্তিতে

উড়ে যেতে সূর্য পানে
নিরুদ্দেশ যদি থাকি বেশ
তাতে কী-ই বা যায়-আসে?



Credits
Writer(s): Amit Hasan Rudra, Anurudha Anu, Chetona Rahman Vasha, Dipta Pritam Nath, Hasin Aryan, Ibon Ibtesham, Rifat Arefin Haque, Rupakalpa Chowdhury, Tapesh Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link