Shadhin Abar - DEDICATED TO ALL THE MARTYRS OF 2024

নীরব শহরে
আলো আধারে
বুকের পাঁজরে এ স্বপ্ন আমার
ফিরবো নিজের ঘরে।

ধূসর এ আকাশ
শীতল এ বাতাস
নতুন এ আভাস, মনে জ্বলছে সবার
বিজয় হবে আবার।

এসেছিলে পেতে বুক
ছিলেনাতো তুমি চুপ
শত বাধা পেরিয়ে
স্বাধীনতা ছিনিয়ে

এসেছি এতোটা দূর
বেধেছি নতুন এ সুর
ছিনিয়ে বিজয় আবার
গড়ব এদেশ আমার।

অক্লান্ত সময়
কভু নেই কোনো ভয়
ছেড়ে যেও না আমায়
সাথে আছি আমি
লড়বো মিলে সবাই

ভুলিনি যে তোমায়
শত প্রাণের বিনিময়
করেছো স্বাধীন আমায়
আবারো তুমি
নতুন দিনের আশায়

এসেছিলে পেতে বুক
ছিলেনাতো তুমি চুপ
শত বাধা পেরিয়ে
স্বাধীনতা ছিনিয়ে

এসেছি এতোটা দূর
বেধেছি নতুন এ সুর
ছিনিয়ে বিজয় আবার
গড়ব দেশ আমার।

এসেছিলে পেতে বুক
ছিলেনাতো তুমি চুপ
শত বাধা পেরিয়ে
স্বাধীনতা ছিনিয়ে

এসেছি এতোটা দূর
বেধেছি নতুন এ সুর
ছিনিয়ে বিজয় আবার
গড়ব দেশ আমার।



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link