Biyogfol er Itikotha

[intro of an imagination]

তোমার জন্য রয়েছিল রোদ্দুর
দিগন্তের ওই নীলের ঝলক
কালো খামে গোজা নক্ষত্রের মায়া
ফাইলে পড়ে থাকা শূন্য রেকর্ডস্

নোটবুকের কাব্যগুলোর পংক্তিতে
দেখো নিভৃত, বিরহের গল্পকথা
ধূলোপড়া স্কেচগুলোর আড়ালে

অঙ্কিত আমাদের

বিয়োগফলের ইতিকথা

Instrumental drop

দেখো তারার মাঝে হাজার নজর তুলে ধরা
অব্যক্ত অপেক্ষায়
উকি দেয় একাকিত্বের জোনাকিরা
অব্যক্ত অপেক্ষায়

সম্মোহন বানীর পুলোকে
বিরহের আড়ালে
কাকভোরের কূজনে
ঝাপসা ছবির আড়ালে

লুকিয়ে আমাদের

বিয়োগফলের ইতিকথা

Instrumental drop

Back to the reality of sadness and solitude



Credits
Writer(s): Arno - অর্ণ
Lyrics powered by www.musixmatch.com

Link