Pobitro

ছেড়ে দাও
সে খাঁচার পাখি হবেনা
সে খুঁজবে মুক্তির ঠিকানা
ছেড়ে দাও, যেতে দাও
তোমার হাতের নোংরা ময়লা
আর তাহার সহ্য হয়না

হাঁপ ছেড়ে, ধর্ষিত চেহারায়
সে মুক্ত আকাশে বলতে চায়
আমি নারী, আমি পারি
আমি নারী, আমি পারি

ধর্ষিতা, তুমি পবিত্র
তুমি বাবুদের, নোংরামির চিত্র

ছেড়ে দাও, ছেড়ে দাও
ছেড়ে দাও, ছেড়ে দাও

তোমার পায়েও আলতা মানায়
লাল শাড়িতে, বিদায় বেলায়
তুমি আগুন ঝরাও রাতের কান্নায়
পরিচিত মরসুমে ভালোবাসার আয়নায়
আয়নায়, আয়নায়, আয়নায়

দ্রৌপদী আছে তাহার শরীরে
তোকে পুড়িয়ে দেবে, লজ্জার নিবিড়ে

ছেড়ে দাও, ছেড়ে দাও
ছেড়ে দাও, ছেড়ে দাও

হাঁপ ছেড়ে, ধর্ষিত চেহারায়
সে মুক্ত আকাশে বলতে চায়
আমি নারী, আমি পারি
আমি নারী, আমি পারি

ধর্ষিতা, তুমি পবিত্র
তুমি বাবুদের নোংরামির চিত্র

ছেড়ে দাও, ছেড়ে দাও
ছেড়ে দাও, ছেড়ে দাও
ছেড়ে দাও, ছেড়ে দাও
ছেড়ে দাও, ছেড়ে দাও



Credits
Writer(s): Ratul Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link