Ei, ei, ei

আজকের এই নিশি ভালবাসি ভালবাসি
নিকশ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজি আমি

আজকের এই নিশি ভালবাসি ভালবাসি
নিকশ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজি আমি

মৃদু বাতাস বলে, ছিলে সেই তুমি
তোমারই মোহে, হারাই আমি

মৃদু বাতাস বলে, ছিলে সেই তুমি
তোমারই মোহে, হারাই আমি

নিজেকে যে খুজে ফিরি
তোমার প্রেমের সুখ সারি

আজকের এই নিশি ভালবাসি ভালবাসি
নিকশ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজি আমি

নাআ নারারা রারারা রারারা...

যখন দাড়াও এসে, ভুলে যাই সবি
হৃদয়ের সব কথা, বলে দেই আমি

যখন দাড়াও এসে, ভুলে যাই সবি
হৃদয়ের সব কথা, বলে দেই আমি

তোমারই যে চিরদিনই
রব আমি তোমারই

আজকের এই নিশি ভালবাসি ভালবাসি
নিকশ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজি আমি

আজকের এই নিশি ভালবাসি ভালবাসি
নিকশ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজি আমি



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link