Allah Bada Tu Hai

তিরিশ রোজা তিরিশ দিনে করেছি খোদার হুকুম সদা পালন করেছি (2) তবু কেন-2 মোন মোর বোঝেনা ও মোর জননি ও...
খুশির প্রদিপ...
সারা বছর পরে এল এ রোজা, ও মা করোনা তুমি রোজা কাজা (2)
"রমযান ও মোর মা গো মা গো...
উঠে পড়...

খুশির— FDA
সারা বছর যে ঈদের আসায় ছিলনা কো নিন্দ রোজা রাখার ফল ফলেছে দেখো ঈদ (2) প্রেম স্রোতে ওজু করে চল ঈদগা মজদিত ও মোর মা গো মা গো খুশির...
উঠে পড়...

খুশির...
আজ ছিটাই খুশির গোলাপ পানি আজ খোদার___খুশবু ভ আতর দানি এই দুনিয়া তেই (2) মিটল ঈদেরই বেহস্তি উমিদ ও মোর মা গো মা গো... (বিদায় নিল আজ কে মাহে রমযান সত সালাম সত যপি তোমার নাম 2) সত সালাম...(মোজাফফরের 2) সালাম নিও গো মাহে রমযান ও মোর মা গো মা গো...
উঠে পড়...
খুশির প্রদিপ নিভে আজ গেল



Credits
Writer(s): Payam Saeedi, Sayed Ali
Lyrics powered by www.musixmatch.com

Link