Tomar Onek Kathar Majhe

শি মিশতী হাসি ভুলতে পারিনী
তর মনির কোথা জান্তে পরিনী
দিন ছোলে জাএ
রাতের ছোলে জাএ
ই সোম তো আর মানেনা

ভালবাশা শেতো শুধু মিছে আশা
অমি তো বুজিনী
অমরি মোনে রেছে গাছে শ্রুতি
তা আজো মুছে ফেলিনী

তাৰ ভালবোৰী বোলা হোলোনা
সে জিও আগুন ইলোনা ছোলে
দিন ছোলে জাএ
রাতের ছোলে জাএ
ই সোম তো আর মানেনা

মায়াবী ওয়ে চোখে কি জাদু আছে
কোরেছে আমা উওলা
দুচোখে ভাসে শুধু তারি চবি
তাই অমি আটো উটোলা

শি মিশতী হাসি ভুলতে পারিনী
তর মনির কোথা জান্তে পরিনী
দিন ছোলে জাএ
রাতের ছোলে জাএ
ই সোম তো আর মানেনা



Credits
Writer(s): Rupankar Bagchi
Lyrics powered by www.musixmatch.com

Link