Nirala Dupur

এই নিরালা দুপুর
টিপ টিপ টাপুর টুপুর
যেন প্রেমিকা নূপুর পরে হঠাৎ এসেছে মোর গাঁয়
থাকে না বেশিক্ষণ, ক্ষণিকের শিহরণ
যেন রনন লাগিয়ে চলে যায়
এই নিরালা দুপুর
ছাদের ওপর বৃষ্টি পড়ে অদ্ভুত সোদা গন্ধ ছড়ায়
মন চলে যায় চোখকে ফেলে দূরে (দূরে)
মাকে খুঁজছে দুষ্টু বাছুর টিপটিপটিপ টাপুর টাপুর
পাখনা ভেজা পায়রা আস্তানা খোঁজে
দূরে হাইওয়ের হাতছানি
ছোটো হতে হতে উধাও লোকাল বাস
চোখ চলে যায় আলের ধারে
মাথালি মাথায় বাদামী শরীর
কাঁধে জোয়াল কে করছে চাষ?
এই নিরালা দুপুর — |
ঘুম ঘুম ভাত ঘুম ঘুমোয় গোটা গ্রাম
এদিকে বৃষ্টিকে পেয়ে সোহাগী জামগাছ
জল টলটল তেতুলবোনায় অলস দুপুরে একটা কোনায়
হাতে ছিপ কে ধরছে মাছ
এই নিরালা দুপুর —



Credits
Writer(s): Silajit Majumder
Lyrics powered by www.musixmatch.com

Link