Mon Hariye Beghore

মন হারিয়ে বেঘোরে
ডুবলো স্বপ্নের সাগরে
কোন সকালেরই ভোরে
আসবি তুই?

মন হারিয়ে বেঘোরে
ডুবলো স্বপ্নের সাগরে
কোন সকালেরই ভোরে
আসবি তুই?
ও মেঘলা দিনের আলো
রামধনুটা চেনালো
বল না আর কত ভালো
বাসবি তুই?

গালে, চোখে, ঠোঁটে তোর আমি
চুমু এঁকেছি সবচেয়ে দামি

ঘুরেফিরে, ঘুমের ভেতরে
জেগেছে রাত কারচুপি করে
চিনেছে রোদ সাতরঙা আলো
ভরা বিকেল ইচ্ছে পাঠালো

জানতে কি বাকি আর কারও?
মানতে কি প্রমাণ চাই আরও?

গালে, চোখে, ঠোঁটে তোর আমি
চুমু এঁকেছি সবচেয়ে দামি

চেনাশোনা চোখের চাহিদায়
ধীরে ধীরে আলাপচারিতায়
এলোমেলো চিন্তার আসরে
দেখা হলো মেঘের বাসরে

জানতে কি বাকি আর কারও?
মানতে কি প্রমাণ চাই আরও?

গালে চোখে ঠোঁটে তোর আমি
চুমু এঁকেছি সবচেয়ে দামি

মন হারিয়ে বেঘোরে
ডুবলো স্বপ্নের সাগরে
কোন সকালেরই ভোরে
আসবি তুই?
ও মেঘলা দিনের আলো
রামধনুটা চেনালো
বল না আর কত ভালো
বাসবি তুই?

গালে, চোখে, ঠোঁটে তোর আমি
চুমু এঁকেছি সবচেয়ে দামি



Credits
Writer(s): Prasen, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link