Na Re Na

না রে না, আর তো পারে না
মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়
না রে না, কারো ধার ধরে না
দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়

বাড়িতে, দোকানে, এখানে, ওখানে
যেখানে সেখানে বানভাসি
ওই, গলিতে, পাড়াতে, ডাকেতে, সাড়াতে
দাঁড়াতে-টাড়াতে ভালোবাসি

আমি তো free-তেই নাজেহাল
এক ললনা করেছে ইন্দ্রজাল
কে সামলায় আমায় এই অবস্থায়?

না রে না, আর তো পারে না
মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়

পড়েছি ভালোবাসায়
আর কে আমাকে পায়
আমিও এবার park-এ বেড়াব, কখনওবা cinema-য়

এই, auto-তে, bus-এ তে seat
পাশাপাশি হবে fit
আমিও এবার rocking রোমিও, করব মন যা চায়

ও দেখো না office-এ হচ্ছে late
হয়েছি প্রেমেতে graduate
কে সামলায় আমায় এই অবস্থায়?

না রে না, আর তো পারে না
মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়

ঢুলুঢুলু চোখে চায়
কত কী যে বলে যায়
যেই না হেসেছে সেইতো ফেঁসেছি আমি মাঝগঙ্গায়

এই, চাপা চাপা ঠোঁটে তার
১০০-টে তলোয়ার
মনে হয় শুনি যা বলে এখুনি, ফিদা হয়ে গেছি হায়

ও আমি তো free-তেই নাজেহাল
এক ললনা করেছে ইন্দ্রজাল
কে সামলায় আমায় এই অবস্থায়?

না রে না, আর তো পারে না
মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়
না রে না, কারো ধার ধরে না
দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়

বাড়িতে, দোকানে, এখানে, ওখানে
যেখানে সেখানে বানভাসি
ওই, গলিতে, পাড়াতে, ডাকেতে, সাড়াতে
দাঁড়াতে-টাড়াতে ভালোবাসি

আমি তো free-তেই নাজেহাল
এক ললনা করেছে ইন্দ্রজাল
কে সামলায় আমায় এই অবস্থায়?

না রে না, আর তো পারে না
মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়



Credits
Writer(s): Prasen, Arindom Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link