Chahi Atripta Nayane

চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে
ফিরিতে চাহে না আঁখি
চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে
ফিরিতে চাহে না আঁখি
আমি আপনা হারাই, সব ভুলে যাই
আপনা হারাই, সব ভুলে যাই
অবাক হইয়ে থাকি

চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে
ফিরিতে চাহে না আঁখি

ভুলি দুঃখ-পরিতাপ-যাতনা যখন
রহি লো তোমারই কাছে
ঐ মুখ পানে চাই, ও মুখ কমলে
মুখ পানে চাই, ও মুখ কমলে
জানি না কী মধু আছে

চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে
ফিরিতে চাহে না আঁখি

আমি প্রভাতের ফুলে সাঁঝের মেঘেতে
হেরি তোর ও রূপ রাশি
আমি চাঁদের আলোকে তারার হাসিতে
চাঁদের আলোকে তারার হাসিতে
নিরখি তোমার হাসি

সখী, তোমারি কারণে দুখময় ধরা
সুখভরা-সম দেখি
আমি আপনা হারাই, সব ভুলে যাই
আপনা হারাই, সব ভুলে যাই
তোমারে হৃদয়ে রাখি

চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে
ফিরিতে চাহে না আঁখি
চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে
ফিরিতে চাহে না আঁখি



Credits
Writer(s): Dwijendralal Roy
Lyrics powered by www.musixmatch.com

Link