Hridoyer Ekla Prantore

হৃদয়ের একলা প্রান্তরে

শিল্পীঃ জেমস
অ্যালবামঃ জেল থেকে বলছি
সুরকারঃ জেমস
গীতিকারঃ জেমস
বছরঃ ১৯৯০

হৃদয়ের একলা প্রান্তরে
স্বপ্নের চিবুক ধরে
অনন্ত একাকী
পড়ে আছি এই আমি
অন্ধকার বানী হল টানেলে
হৃদয়ের একলা প্রান্তরে
স্বপ্নের চিবুক ধরে
অনন্ত একাকী
পড়ে আছি এই আমি
অন্ধকার বানী হল টানেলে
আমার রাতের শয্যা
শুধু বিষাদের চাদর ও কান্না,
প্রজাপতি খুশীরা বিবাগী এখন।

বিষণ্ণ বহু বিকেলে
ধু ধু যমুনার বুকে
ঝিঝির কোরাসে
বিষণ্ণ বহু বিকেলে
ধু ধু যমুনার বুকে
ঝিঝির কোরাসে
বেজে ওঠে মেলোডি
বেদনার বালুচরে...

জীবনের এই অ্যালবামে
বিবর্ণ বহু ছবিতে
রঙ্গিন দিন গুলো-
জীবনের এই অ্যালবামে
বিবর্ণ বহু ছবিতে
রঙ্গিন দিন গুলো-
সাদা কালো হয়ে গেছে
তোমায় না পেয়ে...

হৃদয়ের একলা প্রান্তরে
স্বপ্নের চিবুক ধরে
অনন্ত একাকী
পড়ে আছি এই আমি
অন্ধকার বানী হল টানেলে
হৃদয়ের একলা প্রান্তরে
স্বপ্নের চিবুক ধরে
অনন্ত একাকী
পড়ে আছি এই আমি
অন্ধকার বানী হল টানেলে
আমার রাতের শয্যা
শুধু বিষাদের চাদর ও কান্না,
প্রজাপতি খুশীরা বিবাগী এখন।

তৈরি করেছেন: তানজির আহমেদ ডলার
জয়েন ফেসবুক গ্রুপ: (গুরু জেমসের "দুষ্টু ছেলের দল")



Credits
Writer(s): Mahfuz Anam James
Lyrics powered by www.musixmatch.com

Link