Choi Choi Choi

চই, চই, চই, চই, চই, চই
চই, চই, চই
চই, চই, চই, চই, চই, চই
চই, চই, চই
সই, সই, সই, সই, সই, সই
ওলো সই

চই, চই, চই, চই, চই, চই
চই, চই, চই
সই, সই, সই, সই, সই, সই
ওলো সই

মেঘরাজা এলো বাদলা সাজে
বুকে গুরুগুরু মাদল বাজে
নাচে ময়ূরী মন বৃষ্টি মেখে
মল্লারে রঙের ভরসা এঁকে
এলো এলো রে প্রাণে খুশির ধারা
উতলা দিশেহারা ভেসে যাই
আজ বাঁধে কে আমায়?

চই, চই, চই, চই, চই, চই
চই, চই, চই
সই, সই, সই, সই, সই, সই
ওলো সই

স্বপ্ন-মেঘের দেশে যাবি যদি হাতটা বাড়া
(চই, চই, চই, চই, চই, চই)
(চই, চই, চই)
ভাবিনি কোথাও যাবো সুজন রে তোকে ছাড়া
(চই, চই, চই, চই, চই, চই)
(চই, চই, চই)

স্বপ্ন-মেঘের দেশে যাবি যদি হাতটা বাড়া
(চই, চই, চই, চই, চই, চই)
(চই, চই, চই)
ভাবিনি কোথাও যাবো সুজন রে তোকে ছাড়া
(চই, চই, চই, চই, চই, চই)
(চই, চই, চই)

মেঘরাজা এলো বাদলা সাজে
বুকে গুরুগুরু মাদল বাজে
নাচে ময়ূরী মন বৃষ্টি মেখে
মল্লারে রঙের ভরসা এঁকে
এলো এলো রে প্রাণে খুশির ধারা
উতলা দিশেহারা ভেসে যাই
আজ বাঁধে কে আমায়?

চই, চই, চই, চই, চই, চই
চই, চই, চই
সই, সই, সই, সই, সই, সই
ওলো সই

আজ হারাতে চাইছে মন স্বপ্নের দেশে বহুদূর
ভালোবাসায় গান-বাঁশি হয়ে ধরেছি তারই সুর

প্রেমের উড়োচিঠি ডাক নিয়ে এলো ঘরে
ভালোবাসার বালিশ আঁকবো আদরে আদরে
প্রেমের উড়োচিঠি ডাক নিয়ে এলো ঘরে
(চই, চই, চই, চই, চই, চই)
(চই, চই, চই)
ভালোবাসার বালিশ আঁকবো আদরে আদরে
(চই, চই, চই, চই, চই, চই)
(চই, চই, চই)

মেঘরাজা এলো বাদলা সাজে
বুকে গুরুগুরু মাদল বাজে
নাচে ময়ূরী মন বৃষ্টি মেখে
মল্লারে রঙের ভরসা এঁকে
এলো এলো রে প্রাণে খুশির ধারা
উতলা দিশেহারা ভেসে যাই
আজ বাঁধে কে আমায়?

চই, চই, চই, চই, চই, চই
চই, চই, চই
সই, সই, সই, সই, সই, সই
ওলো সই

চই, চই, চই, চই, চই, চই
চই, চই, চই
সই, সই, সই, সই, সই, সই
ওলো সই

চই, চই, চই, চই, চই, চই
চই, চই, চই
সই, সই, সই, সই, সই, সই
ওলো সই



Credits
Writer(s): Sumit Samadder, Rupankar Bagchi
Lyrics powered by www.musixmatch.com

Link