Chitatei Shob Shesh Noe

চিতাতেই সব শেষ নয়
চিতাতেই সব শেষ নয়

কিছু দয়া, ভালোবাসা
তারপরও থেকে যায়

চিতাতেই সব শেষ নয়
চিতাতেই সব শেষ নয়

দেবতা মানুষ হয়ে
যে প্রেম গেলেন বিলায়ে
দেবতা মানুষ হয়ে
যে প্রেম গেলেন বিলায়ে

শ্মশানের ছাই হয়ে
সে কি যায় পুড়ায়ে

চিতাতেই সব শেষ নয়
চিতাতেই সব শেষ নয়

বাবার অসীম কৃপা
পেয়েও বুঝি না যে তা
বাবার অসীম কৃপা
পেয়েও বুঝি না যে তা

জগতের মায়া শুধু
আমাদের মনকে ভোলায়

চিতাতেই সব শেষ নয়
চিতাতেই সব শেষ নয়

লোকনাথ নাম রূপে
আছেন সবার অন্তরে
লোকনাথ নাম রূপে
আছেন সবার অন্তরে

যেই ডাকে সেইজনা
কৃপা, করুণা তার পায়

চিতাতেই সব শেষ নয়
চিতাতেই সব শেষ নয়

কিছু দয়া, ভালোবাসা
তারপরও থেকে যায়

চিতাতেই সব শেষ নয়
চিতাতেই সব শেষ নয়



Credits
Writer(s): Chandan Dutta, Kalyan Sen Barat
Lyrics powered by www.musixmatch.com

Link