Akash Bhora Surjo Tara

Looking back on childhood days
The thing that recurs most often
Is the mystery which used to fill both life and world
Something undreamt of was lurking everywhere
And the uppermost question everyday was
"When, oh when would we come accross it?"
It was as if nature held something in her closed hands
And was smilingly asking us
"What do you think I have?"
What was impossible for her to have?
Was the thing we had no idea of

I was very lonely
That was the chief feature of my childhood
I was very lonely
I saw my father seldom
He was away a great deal
But his presence pervaded the whole house
And was one of the deepest influences on my life
I was kept in charge of servants of the household
After my mother died
And I used to sit day after day in front of the window
And picture to myself
"What was going on in the world outside?"

আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি...
আমি পেয়েছি মোর স্থান
বিস্ময়ে তাই জাগে...
জাগে আমার গান
আকাশভরা...

অসীম কালের যে হিল্লোলে
জোয়ার-ভাঁটায় ভুবন দোলে
অসীম কালের যে হিল্লোলে
জোয়ার-ভাঁটায় ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান

My heart sings at the wonder of my place
In this world of light and life
And I sing

ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে
ছড়িয়ে আছে আনন্দেরই দান
বিস্ময়ে তাই জাগে...
জাগে আমার গান
কান পেতেছি, চোখ মেলেছি
ধরার বুকে প্রাণ ঢেলেছি
কান পেতেছি, চোখ মেলেছি
ধরার বুকে প্রাণ ঢেলেছি
জানার মাঝে অজানারে করেছি সন্ধান
বিস্ময়ে তাই জাগে...
জাগে আমার গান

আকাশভরা সূর্য-তারা (I have seen, have heard, have lived)
বিশ্বভরা প্রাণ (In the depth of the known have felt)
তাহারি মাঝখানে (The truth that exceeds all knowledge which)
(Fills my heart with wonder)
আমি পেয়েছি... (And I sing)
আমি পেয়েছি মোর স্থান
বিস্ময়ে তাই জাগে...
জাগে আমার গান



Credits
Writer(s): Surendro Mullick, Soumyojit Das
Lyrics powered by www.musixmatch.com

Link