Noah

আষাঢ়ে মেঘ কী গল্পতে
থাকিনা আজ আর অল্পতে
দু'চোখে অসীম শূন্যতা
ঘিরে ধরেছে হীনম্মন্যতা

নোয়াহ্ 'র নৌকায় আমি
নোয়াহ্ 'র নৌকার আমি

শেষ হাসি হেসেছি, শেষ ভালোবেসেছি
শেষ হাসি হেসেছি, শেষ ভালোবেসেছি

এবার, নোয়াহ্ 'র নৌকায় আমি
নোয়াহ্ 'র নৌকায় আমি

দেবশিশু আর পরীরা
জরায়ু উৎসে প্রাণশিরা
খোঁজে কীসের জন্য তা
আছে জেনেও জনমহীনতা

শেষ আলো জ্বেলেছি, শেষ স্রোতে ভেসেছি
শেষ আলো জ্বেলেছি, শেষ স্রোতে ভেসেছি

যাব, নোয়াহ্ 'র নৌকায় আমি
নোয়াহ্ 'র নৌকায় আমি
নোয়াহ্ 'র নৌকায় আমি
নোয়াহ্ 'র নৌকায় আমি

না, মনে পড়ে না
না, মনে পড়ে না
কখন-কোথায় নীলাভ দ্বীপে
কাটিয়েছি একসাথে
শেষ কোথায় হবে এই যন্ত্রণার
উফ্, মা



Credits
Writer(s): Siddhartha Sankar Ray, Sibaji Paul
Lyrics powered by www.musixmatch.com

Link