Je Kothati Mone

যে কথাটি মনে রেখেছি গোপনে
যে কথাটি মনে রেখেছি গোপনে
আজ মন শোনাতে চায়
ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়

যে কথাটি মনে রেখেছি গোপনে
আজ মন শোনাতে চায়
ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়

কবে কোথায় তোমায় ডেকে
বলব যে মনের কথা
সেই আশাতে দিন গুনেছি
সয়েছি নিরব ব্যাথা
কবে কোথায় তোমায় ডেকে
বলব যে মনের কথা
সেই আশাতে দিন গুনেছি
সয়েছি নিরব ব্যাথা
কাছে পেয়ে এ মন আমার
তোমাকে শোনাতে চায়
ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়

মনের মাঝে রেখে ছিলাম
যে ছবি আঁড়াল করে
তোমার ছোঁয়ায় আজকে তাকে
পেলাম নতুন করে
মনের মাঝে রেখে ছিলাম
যে ছবি আঁড়াল করে
তোমার ছোঁয়ায় আজকে তাকে
পেলাম নতুন করে
মন মানে না বারে বারে
তোমাকে জানাতে চায়
ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়

যে কথাটি মনে রেখেছি গোপনে
আজ মন শোনাতে চায়
ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায়
(ভালোবাসি তোমায়)
(ভালোবাসি তোমায়)
(ভালোবাসি তোমায়)
(ভালোবাসি তোমায়)
(ভালোবাসি তোমায়)
(ভালোবাসি তোমায়)



Credits
Writer(s): Gautam Sushmit, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link