Jeevan-khatar Proti Patay

জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখ হিসাব নিকাষ
কিছুই রবে না ।
লুকোচুরির এই যে খেলা
প্রাণের যত দেয়া নেয়া
পুর্ন হবে না ।।

কণ্ঠ ভরা এ গান শুনে-
ছুটে তুমি এলে দ্বারে ।
চোখে দেখে এত করেও
চেননিতো কভু তারে ।
কণ্ঠ ভরা এ গান শুনে-
ছুটে তুমি এলে দ্বারে ।
চোখে দেখে এত করেও
চেননিতো কভু তারে ।
অবহেলা সহেও তবু
আমায় তুমি নাও গো ডেকে
সেতো কবে না ।।

যে আঁখি হয়না খুশি
আকাশ ভরা তারা দেখে ।
সেই হাসি কাচের ঝারে
মোমের বাটি জ্বেলে রেখে ।
যে আঁখি হয়না খুশি
আকাশ ভরা তারা দেখে ।
সেই হাসি কাচের ঝারে
মোমের বাটি জ্বেলে রেখে ।

জানি আমি আমার এ মন
এ গান আমার ভালবাসুক ।
নিজের ভুলে পথের ধুলে
পরশ মানিক ফেলে আসুক ।

তোমার প্রাণের ওই ঠিকানে
দেখেও আমায় তবু কি গো
ডেকে রবে না ।।



Credits
Writer(s): Shyamal Mitra, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link