Trinayani Durga

মা তোর রূপের সীমা পাইনা খুঁজে, ত্রিনয়নী দুর্গা;
চন্দ্র তপন লুটায় মা তোর (মা), চরণতলে দশভুজে।
বন্দনা গায় সরস্বতী, লক্ষ্মী সাজায় সন্ধ্যারতি;
কার্ত্তিকেয় সিদ্ধিদাতা সিদ্ধ যে মা তোমায় পুজে।।

ত্রিকাল যে মা থমকে দাঁড়ায়, রুদ্রানী তোর চণ্ডীরূপে;
জড়ের বুকে চেতন জাগে (মা), যুগান্তরের অন্ধকূপে।
হিমগিরির সিংহ তোমার, বাহন যে গো শক্তি পূজার;
মরণ ভয়ে অসুর কাঁপে, চরণতলে চক্ষু বুঁজে।।

কথা: বিমল ঘোষ, সুর: রাজেন সরকার, গায়ক: ধনঞ্জয় ভট্টাচাৰ্য্য,
ছবি: ঢুলি (১৯৫৪) ।



Credits
Writer(s): Rajen Sarkar, Bimal Chandra Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link