Chalona Dighar Saikat Chhere

চলোনা দীঘার সৈকত ছেড়ে ঝাউবনে
ছায়ায় ছায়ায়
শুরু হোক পথচলা
শুরু হোক কথা বলা...
চলোনা দীঘার সৈকত ছেড়ে ঝাউবনে
ছায়ায় ছায়ায়
শুরু হোক পথচলা
শুরু হোক কথা বলা...।

আজ যে কথা গেছে থেকে
পাহাড় উঁচু মনের আড়ালে
দুজনেই গেছি ঢেকে...
আজ যে কথা গেছে থেকে
পাহাড় উঁচু মনের আড়ালে
দুজনেই গেছি ঢেকে...
সে কথা বাজুক
হৃদয় নূপুর বৈশাখী চঞ্চলা
শুরু হোক পথচলা
শুরু হোক কথা বলা...।

এই নির্জনে নিভৃতে
নির্বাক মুখ চোখে চোখ রেখে
গেয়ে গেছে সঙ্গীতে
আজ মন চিনে নিয়ে মনে
যদি নিজের মনকে
তোমার কাছে পাঠাই নির্বাসনে...
সে মন হোকনা নিজের অলখে
ঊর্বশী ঊর্মিলা
শুরু হোক পথচলা
শুরু হোক কথা বলা...।

চলোনা দীঘার সৈকত ছেড়ে ঝাউবনে
ছায়ায় ছায়ায়
শুরু হোক পথচলা, শুরু হোক কথা বলা...।



Credits
Writer(s): Roy Ashok, Barun Biswas
Lyrics powered by www.musixmatch.com

Link