Ami Mukkhu Sukkhu Manush

আমি মুখখু সুখু মানুষ বাবু কিছুই বুঝি না,
এই দেশের রংটামাশা কিছুই বুঝি না।
আমি মুখখু সুখু মানুষ বাবু কিছুই বুঝি না,
আজকে যিনি দক্ষিণে...
আজকে যিনি দক্ষিণে তে কালকে তিনি বামের,
আজকে যিনি দক্ষিণে তে কালকে তিনি বামের,
আজকে যিনি তেরণগাতে কাল ভক্ত রামের।

musical chair হয়েছে আর কি, এ পারছে বসে পড়ছে যেদিকে পারছে খালি হলেই হলো আর কি, সে কোনো চেয়ার হলেই হবে আর কি।
হে হে.

আজকে যিনি দক্ষিণে তে কালকে তিনি বামের,
আজকে যিনি তেরণগাতে কাল ভক্ত রামের।
কে যে কখন কার পেছনে.
কে যে কখন(এখন সবাই সবাই কে shelter দিচ্ছে হচ্ছে না? এখন qualition হচ্ছে,

কে যে কখন কার পেছনে বুঝি না খাঁটি,
আসলে সবাই সবার পেছনেতে, সবার হাতেই কাঠি।।

কথাই কথাই ধর্মঘট...
(এখন যে কোনো issue তে হয়, আজকাল যে কোনো issue তে, আপনি জানেনও না কী কারণে ধর্মঘট ডাকা হয়েছে, একটা organised ফোর্স হলেই হবে আর কি, আমি তো ভাবছি এবার, ডাকাতরাও issue করে বলতে পারে - হে এই এলাকায় প্রতিরোধ হচ্ছে ডাকাতি করা যাচ্ছে না, এই ছিল ত বনধ ডাকি। দেখবেন ওরা নিখিল ভারত ডাকাত সংহ বলে একটা দল তৈরি করলো, ডাকাত অ্যাসোসি়েশন বলে।
দেখবেন তখন পুলিশ ই তখন প্রটেকশন দিচ্ছেন,
" হে ওরা বনধ ডেকেছেন আসুন আপনারা বেরোবেন" এটা কি? খালি organised হতে হবে



Credits
Writer(s): Nachiketa
Lyrics powered by www.musixmatch.com

Link