Aar Kato Rahi Balo

আর কত রহি বলো বিরহের বেদনায়
আর কত রহি বলো বিরহের বেদনায়

বকুলের বেলা, জোছনার খেলা
মধুরাতি চলে যায়
তুমি তো এলে না, হায়

আর কত রহি বলো বিরহের বেদনায়

ফাগুন ফুরালো বনে
বিরহ জাগিল মনে
ফাগুন ফুরালো বনে
বিরহ জাগিল মনে

আর, গাহিছে সে সুর বাঁশি
গাহিছে সে সুর বাঁশি আশাহত নিরাশায়
তুমি তো এলে না, হায়

আর কত রহি বলো বিরহের বেদনায়

বিরহের বাসা বাঁধে কতজনে
মিলনের মালা খুলি
বরষের পর বরষ ধরিয়া
সেই ফুল রাখে তুলি

মালা দিলে জ্বালা জড়াতে
তাও কি গো পারি ফিরাতে?
মালা দিলে জ্বালা জড়াতে
তাও কি গো পারি ফিরাতে?

তাই, ঘর গড়ি আর ভাঙি
ঘর গড়ি আর ভাঙি স্বর্ণিল বালুকায়
তুমি তো এলে না, হায়

আর কত রহি বলো বিরহের বেদনায়



Credits
Writer(s): Jaganmoy Mitra
Lyrics powered by www.musixmatch.com

Link