Ei Sraabon

আমি কাঁটাতারেই সুখী
এই কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই

এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা-ধুলো
এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়াগুলো
এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা-ধুলো
এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়াগুলো
এই শ্রাবণ নেভাক আগুন এই ফুটপাতের রাত
এই শ্রাবণ মনে পড়া পুরনো আঘাত

জল জমেছে বুকের ভেতর রোদের অভাবে
সময় এলে পড়বে চুঁয়ে নিজের স্বভাবে

আমি কাঁটাতারেই সুখী
এই কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই

এই শ্রাবণ নাম লেখা গাছের পাতার তলে (পাতার দলে)
এই শ্রাবণ মিশলো পুকুর ড্রেনের জলে (ড্রেনের জলে)
এই শ্রাবণ বাক্সবন্দি কিছু ইচ্ছে আছে (ইচ্ছে আছে)
এই শ্রাবণ স্যাঁতস্যাঁতে খুব আমার কাছে

অবাক যত্নে সামলে চলা বুড়িয়ে যাওয়ার ভয়
ভাবলি কেন দুঃখ পাবো? দুঃখ আমার নয়

আমি কাঁটাতারেই সুখী
এই কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই

এই শ্রাবণ (এই শ্রাবণ)
এই শ্রাবণ (এই শ্রাবণ)
এই শ্রাবণ (এই শ্রাবণ)
এই শ্রাবণ (এই শ্রাবণ)
শ্রাবণ
এই শ্রাবণ
এই শ্রাবণ
এই শ্রাবণ
এই শ্রাবণ



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link