Amar Priyar Chhaya

মেঘ আকাশময় ছড়ানো
পূবে হাওয়া খুব বেগে বইছে
ওপারে কাশবন আগুনের শিখার মতো ক্রমাগত কাঁপছে
এখান থেকে দূরের পদ্মার গর্জন শোনা যাচ্ছে
কাল-পরশু দুদিন ঠিক আমার সেই নতুন গানের মতো দৃশ্যটা হয়েছিল
অধীরা পদ্মা তরঙ্গ-আকুলা

তারমধ্যে এই হতভাগ্য গৃহহারা ব্যক্তিটি
স্টিমারের ছাদের উপরে আপাদমস্তক ভিজে একেবারে কাদা
গায়ে সেই আমার মস্তরেশমের আলখাল্লা পরা ছিল
সেটা ঝোড়ো বাতাসে হাস্যকরভাবে উড়ে বেড়াতে লাগল
চোখের চশমা জল লেগে ঝাপসা হয়ে এল
হাতে যে বইটা ছিল, তার মলাটটা
আমার করকমলে অবিরল রঙিন অশ্রুপাত করতে লাগল

আমার প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে
আমার প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে
হায় হায়!
আমার প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে
বৃষ্টিসজল বিষণ্ন নিশ্বাসে, হায়
প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে

আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে
সন্ধ্যাতারায় লুকিয়ে দেখে কাকে, কাকে
আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে
সন্ধ্যাতারায় লুকিয়ে দেখে কাকে, কাকে

সন্ধ্যাদীপের লুপ্ত আলো
স্মরণে তার আসে, হায়

প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে

বারি-ঝরা বনের গন্ধ নিয়া
পরশ-হারা বরণমালা গাঁথে আমার প্রিয়া
বারি-ঝরা বনের গন্ধ নিয়া
পরশ-হারা বরণমালা গাঁথে আমার প্রিয়া

আমার প্রিয়া ঘন শ্রাবণধারায়
আকাশ ছেয়ে মনের কথা হারায়
আমার প্রিয়ার আঁচল দোলে
নিবিড় বনের শ্যামল উচ্ছ্বাসে, হায়

প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে
আমার প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে
হায় হায়!
প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে
আমার প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link