Jibane Ja Chirodin

জীবনে যা চিরদিন
রয়ে গেছে আভাসে
প্রভাতের আলোকে যা
ফোটে নাই প্রকাশে

জীবনের শেষ দানে
জীবনের শেষ গানে
হে দেবতা, তাই আজি
দিব তব সকাশে
প্রভাতের আলোকে যা
ফোটে নাই প্রকাশে

কথা তারে শেষ করে
পারে নাই বাঁধিতে
গান তারে সুর দিয়ে
পারে নাই সাধিতে
কী নিভৃতে চুপে চুপে
মোহন নবীনরূপে
নিখিল নয়ন হতে
ঢাকা ছিল, সখা, সে
প্রভাতের আলোকে তো
ফোটে নাই প্রকাশে

ভ্রমেছি তাহারে লয়ে
দেশে দেশে ফিরিয়া
জীবনে যা ভাঙাগড়া
সবি তারে ঘিরিয়া
সব ভাবে সব কাজে
আমার সবার মাঝে
শয়নে স্বপনে থেকে
তবু ছিল একা সে
প্রভাতের আলোকে তো
ফোটে নাই প্রকাশে

কত দিন কত লোকে
চেয়েছিল উহারে
বৃথা ফিরে গেছে তারা
বাহিরের দুয়ারে
আর কেহ বুঝিবে না
তোমা সাথে হবে চেনা
সেই আশা লয়ে ছিল
আপনারি আকাশে
প্রভাতের আলোকে তো
ফোটে নাই প্রকাশে



Credits
Writer(s): Kajal Sur
Lyrics powered by www.musixmatch.com

Link