Amader Jatra Holo Shuru

আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার
তোমারে করি নমস্কার
এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর
তোমারে করি নমস্কার
আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার
তোমারে করি নমস্কার
এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর
তোমারে করি নমস্কার

আমরা দিয়ে তোমার জয়ধ্বনি বিপদ বাধা নাহি গণি
ওগো কর্ণধার
এখন মাভৈঃ বলি ভাসাই তরী, দাও গো করি পার
এখন মাভৈঃ বলি ভাসাই তরী, দাও গো করি পার
তোমারে করি নমস্কার

এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর
তোমারে করি নমস্কার
আমাদের যাত্রা হল শুরু

এখন রইল যারা আপন ঘরে চাব না পথ তাদের তরে
ওগো কর্ণধার
যখন তোমার সময় এল কাছে তখন কে বা কার
তোমারে করি নমস্কার

এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর
তোমারে করি নমস্কার

মোদের কে বা আপন, কে বা অপর, কোথায় বাহির, কোথা বা ঘর
ওগো কর্ণধার
চেয়ে তোমার মুখে মনের সুখে নেব সকল ভার
তোমারে করি নমস্কার

এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর
তোমারে করি নমস্কার
আমাদের যাত্রা হল শুরু



Credits
Writer(s): Umapati Sil, Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link