Ke Ki Bole Gelo

না ভেবে, না জেনে
মিথ্যে সব দিন গুনে
চোখ বুজে (চোখ বুজে), সব খুঁজে (সব খুঁজে)
হাত রাখি আগুনে
তাই স্বপ্ন সব গেল চলে
উড়ে গেল দু'চোখের জলে
না, সইবো না এ যন্ত্রণা
না রে না, আর কাছে যাবো না

কে কি বলে গেল আমায়
ভাবছি না, আর শুনছি না
করবো আমি মন যা বলে
আর কিছু তো চাইছি না

এ দিনের শেষে তাই
ফের একা হয়ে যাই
এরই নাম (এরই নাম) বোধ হয় জীবন (বোধ হয় জীবন)
যন্ত্রের মতো করি দিন যাপন
শুধু বেড়ে যায় এ ব্যবধান
হবে না তো এরই সমাধান
এ ঠিকানা কেউ জানে না
এখানে আর কেউ এসো না

কে কি বলে গেল আমায়
ভাবছি না, আর শুনছি না
করবো আমি মন যা বলে
আর কিছু তো চাইছি না

কে কি বলে গেল আমায়
ভাবছি না, আর শুনছি না
করবো আমি মন যা বলে
আর কিছু চাইছি না

কে কি বলে গেল আমায়
ভাবছি না, আর শুনছি না
করবো আমি মন যা বলে
আর কিছু তো চাইছি না

চাইছি না
চাইছি না



Credits
Writer(s): Lakkhichhara
Lyrics powered by www.musixmatch.com

Link