Jabe Ki Tumi

যাবে কি তুমি আমারি সাথে?
যাবে কি তুমি আমারি সাথে?
ও, যাবে কি তুমি আমারি সাথে?
যাবে কি তুমি আমারি সাথে?

স্বপনের ঘর বানাবো
স্বপনের ঘর বানাবো বানাবো
যাবে কি তুমি আমারি সাথে?
যাবে কি তুমি আমারি সাথে?

একটি সুখের নীড় বানাবো
তুমি রবে কি?
কি ভালোবাসায় গান যে শোনাবো
ও, একটি সুখের নীড় বানাবো
তুমি রবে কি?
ওহো,কি ভালোবাসায় গান যে শোনাবো
স্বপ্নে যে আকাশ ছোঁবে
স্বপ্নে যে আকাশ ছোঁবে
মেঘের সাগর জলে নাও ভাসাবো
স্বপনের ঘর বানাবো
স্বপনের ঘর বানাবো বানাবো
যাবে কি তুমি আমারি সাথে?
যাবে কি তুমি আমারি সাথে?

কত কথার ভিড় জমেছে
তুমি জানো কি?
ও, কত অপেক্ষায় এ মন যে কেঁদেছে
কত কথার ভিড় জমেছে
তুমি জানো কি?
কত অপেক্ষায় এ মন যে কেঁদেছে কেঁদেছে
এ মন যে কাছে নেবে
এ মন যে কাছে নেবে
এ ডাক যদি শোনো
একবার ফিরে এসো
স্বপনের ঘর বানাবো
স্বপনের ঘর বানাবো বানাবো
যাবে কি তুমি আমারি সাথে?
যাবে কি তুমি আমারি সাথে?
যাবে কি তুমি
যাবে কি তুমি
আমারি সাথে
যাবে কি তুমি আমারি সাথে?
যাবে কি তুমি...



Credits
Writer(s): Hridoy Khan, Milon Mahmood
Lyrics powered by www.musixmatch.com

Link